Skip to main content

গুগল ক্রাউডসোর্স

 


গুগল ক্রউডসোর্স এর লোগো

 গুগল ক্রাউডসোর্স কি ?

সেটা জানার আগে জানা দরকার গুগল সার্চ কিভাবে ফলাফল দেখায় ।গুগল একটি বড় টেক জায়ান্ট কোম্পানি । বর্তমানে সার্চ ইঞ্জিন এর কথা চিন্তা করলেই সবার প্রথমে মাথায় যে নামটা আসে সেটা হল গুগল । এত বড় একটা কোম্পানি হওয়ার সর্তেও গুগল অনেক স্বেচ্ছাসেবকদের সাহায্য নিয়ে থাকে, বিভিন্ন এলাকার (RAW Data) লোকাল তথ্য সংগ্রহ করার জন্য । বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবকদের দল কাজ করে থাকে তার মধ্যে ক্রাউডসোর্স এর সেচ্ছাসেবক দল অনেক বড় । এই সব সংরহকৃত তথ্য তারা আবার স্বেচ্ছাসেবক দ্বারা যাচাই-বাছাই করে নেয় ধাপে ধাপে মেশিন আবার সেটা শেখে আর ভুল যাচাই করে তারপর সেগুলো গুগল সার্চে দেখায় ।

ক্রাউডসোর্স মোবাইল গেম এর মত ডিজাইন করা একটা অ্যাপ , এক কথায় আপনি ছোটখাট একটা কুইজ গেম বলতে পারেন ( কিন্তু এই ক্ষেত্রে আপনার গেম খেলা অনেক মানুষের কাজে লাগবে এমন কি কোন না কোন সময় আপনার নিজেরই কাজে লাগবে ) আমার মনে হয় না যে মেশিন কে শিখানোর জন্য এর থেকে সহজ কোন উপায় আছে বলে । ( কোডিং অথবা প্রোগ্রামিং ছাড়া খুব সহজে বাস্তব জগতের ছবি এবং তথ্য দিয়ে )

এক কথায় বলতে গেলে,
গুগল ক্রাউডসোর্স গুগল এর একটি এমন অ্যাপ যার মাধ্যমে গুগল কোন দেশের লোকাল তথ্য সংগ্রহ করে থাকে যেমনঃ ভাষা (অনুবাদ ) , সংস্কৃতি, ছবি, ইতিহাস ইত্যাদি। এই কাজে আমাদের দেশের অনেক লোকজন নিজের অবদান প্রতিনিয়তই রাখছে । ইন্টারনেট এর বর্তমান এই যুগে আমাদের দেশের ভাষায় অনেক কম কন্টেন্ট দেখা যায় । আমরা সেই জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করেছি আমদের এমন অবস্থা কেন । আপনারাও চাইলে নিজের অবদানের মাধ্যমে ইন্টারনেটকে বাংলায় সমৃদ্ধ করার এই যাত্রায় অংশগ্রহণ করতে পারেন ।

বিদ্রঃ ট্রাফিক জ্যামে বাসে বসে সময় পার করার জন্য অনেক কাজের , এছাড়াও নিজের জ্ঞান বৃদ্ধিতেও কাজে দেয় ।
অ্যাপ ডাউনলোড লিঙ্কঃ ক্রাউডসোর্স

Comments

  1. বাহ্! বেশ ভালো লিখেছেন। যদিও কাজের চাপে ক্রাউডসোর্স-এ কন্ট্রিবিউশন কন্টিনিউ করা হয় না। তারপরেও সুযোগ পেলেই চেষ্টা করি অল্প অল্প করে কন্ট্রিবিউট করতে। ধন্যবাদ

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ @Abdus Sattar ভাই , আমি যাদের কথা বলছি আপনিও তাদের মধ্যেই উল্লেখযোগ্য একজন (যারা নিয়মিত অবদান রাখছে) । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । আশা করি আপনি এই অঞ্চলে আমাদের জন্য কিছু করবেন ।

      Delete

Post a Comment

Popular posts from this blog

গুগল স্ট্রিট ভিউ

গুগল স্ট্রিট ভিউ

গুগল মাই বিজনেস

  //গুগল মাই বিজনেস এর ছবি// গুগল মাই বিজনেস * গুগল   মাই বিজনেস কি ? গুগল  মাই বিজনেস গুগল ম্যাপ ভিত্তিক গুগলের একটি পণ্য । আজকাল যারা মোবাইল ফোন ব্যাবহার করে তাদের মধ্যে বেশিরভাগ লোকজনই গুগল ম্যাপের সাথে মোটামুটি পরিচিত । আমরা যখন গুগল ম্যাপে  কোন একটা জায়গা সার্চ করি সেটা বেশিরভাগই মুলত কোনো না কোনো  ব্যবসা  প্রতিষ্ঠান হয়ে থাকে । এই প্রতিষ্ঠান গুলো আবার নিজিদের  ব্যবসা  বাড়ানোর জন্য এবং এর বেশি গ্রাহক আকৃষ্ট জন্য বিভিন্ন মাধ্যম ব্যাবহার করে । বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগে তা করা হয় ডিজিটাল  মার্কেটিং এর মাধ্যমে এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট, সাময়িক ছাড় ইত্যাদি ।  যখন আপনি গুগল ম্যাপে ---(ঐ)--- নামের কোনো প্রতিষ্ঠান সার্চ করলেন আপনি দেখবেন যদি ঐ জায়গার মতই একই নামে অন্য একটা দোকান / ব্যবসা প্রতিষ্ঠান এর থেকে বেশি সমালোচনা এবং বিখ্যাত অনেকের রিভিউের কারণে । কিন্তু আপনি যেটা সার্চ করলেন ঐটাই আগে দেখাবে যদি ঐ ব্যবসা প্রতিষ্ঠানটি গুগল ম্যাপে মাই বিজনেস দিয়ে ভেরিফাই করা হয়ে থাকে । গুগল মাই বিজনেস লোকাল সার্চে আপ...